ফরিদপুর জেলা প্রতিনিধি-
ফরিদপুরের সদরপুর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার নতুন সাহেবের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আকোটের চর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট শাখা (ফরিদপুর বিভাগ)-এর সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান দুলাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
এছাড়া উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম, সদরপুর কলেজ শাখা ছাত্রদল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. কামরুল ইসলামসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী।
দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে শহিদুল ইসলাম বাবুল বলেন,
“আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি রাজনীতিতে পা রাখার অল্প সময়ের মধ্যেই দেশে-বিদেশে জনপ্রিয়তা অর্জন করেন—তার চিন্তাধারা, দূরদৃষ্টি ও সুশাসনের কারণে।”
তিনি আরও বলেন,
“সব মানুষেরই ভালো-মন্দ থাকে, কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে শত্রুরাও তার দোষ খুঁজে বের করতে পারেনি।”
শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।