ফরিদপুর জেলা প্রতিনিধি-
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মুফতি রায়হান জামিলের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আজ যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র সম্পূর্ণ বৈধ বলে ঘোষণা করেন। এর মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে ফরিদপুর-৪ আসনের জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই এই সিদ্ধান্তকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।
এ প্রসঙ্গে মুফতি রায়হান জামিল বলেন,
“মনোনয়নপত্র বৈধ ঘোষণার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছি। ফরিদপুর-৪ আসনের জনগণের অধিকার রক্ষা, সার্বিক উন্নয়ন ও কল্যাণে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।”
তিনি এ সময় দলীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।