চরভদ্রাসন ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে চরভদ্রাসন উপজেলায় কর্মরত সাংবাদিকরা একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে এক মিনিট নীরবতা পালন করেন এবং স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই সাংবাদিকতা করতে হবে এবং সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, স্বাধীন ও মুক্ত গণমাধ্যম একটি স্বাধীন রাষ্ট্রের অন্যতম স্তম্ভ। তাই মহান স্বাধীনতা দিবসের এই দিনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে চরভদ্রাসন উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।