চরভদ্রাসন (ফরিদপুর)প্রতিনিধিঃ
চরভদ্রাসন উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে বই উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী-চরভদ্রাসন উপজেলা শাখা এর নেতৃবৃন্দ।
রবিবার (১৪ই ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে জামাতে ইসলামের স্থানীয় নেতারা নবাগত ইউএনওকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
এ সময় তারা উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কার্যক্রমে প্রশাসনের সঙ্গে গঠনমূলক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
জামাতে ইসলামের নেতৃবৃন্দ বলেন, চরভদ্রাসনের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে প্রশাসনের ইতিবাচক ভূমিকা প্রত্যাশিত। তারা সকল শ্রেণি-পেশার মানুষের স্বার্থে নিরপেক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার আহ্বান জানান।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সরকারি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা নিয়ে তিনি চরভদ্রাসনের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন।
এ সময় চরভদ্রাসন উপজেলা জামাতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।