চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রাসন বাজারে বুধবার বিকেলে পদ্মা নদী থেকে ধরা পড়ে বিশাল আকৃতির একটি শাপলা পাতা মাছ। স্থানীয় জেলেরা মাছটির ওজন মাপেন ৯ কেজি। তবে বিস্ময়ের বিষয়—এত বড় মাছটি মাত্র ১,৮০০ টাকায় বিক্রি হয়।
জানাগেছে, সকালে চরভদ্রাসন উপজেলার বিভিন্ন পয়েন্টে জেলেরা জাল ফেলতে গিয়ে এ মাছটি আটকায়। পরে মাছটি বাজারে আনা হলে কিছুক্ষণ ভিড় জমে। কিন্তু বাজারে ক্রেতার সংখ্যা কম থাকায় দাম পায়নি মাছটি। শেষ পর্যন্ত এক স্থানীয় ব্যবসায়ীর কাছে ১,৮০০ টাকায় বিক্রি করা হয়।
মাছ বিক্রেতা বলেন, “মাছটা অনেক বড় ছিল, কিন্তু আজকে বাজারে ক্রেতা কম। তাই কম দামে দিতে হয়েছে।”
এ বিষয়ে স্থানীয়দের অনেকে জানান, পদ্মার মাছের যোগান বাড়ায় সাম্প্রতিক সময়ে বড় মাছও অনেক সময় কম দামে বিক্রি হচ্ছে।
উপজেলার মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন,
পদ্মার প্রাকৃতিক মাছের প্রাচুর্য টিকিয়ে রাখতে জেলেদের নিয়ম মেনে মাছ ধরার আহ্বান জানানো হয়েছে।
চরভদ্রাসনে বড় মাছ কম দামে বিক্রির এই ঘটনাটি বাজারজুড়ে দিনভর আলোচনার জন্ম দিয়েছে।