1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, দুই ড্রেজার ও পাইপ জব্দ সদরপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ফরিদপুর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী মুফতি রায়হান জামিলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা নতুন বছরের প্রথম দিনে সদরপুরে ব্যতিক্রমী টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু জাতীয় পার্টির প্রার্থী হলেন ‘দশ টাকায় ইলিশ, এক টাকায় মাংস’ দেওয়া রায়হান জামিল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: ঢাকামুখী চরভদ্রাসন উপজেলার নেতাকর্মীদের ঢল চরভদ্রাসনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উপজেলা কমিটি ঘোষণা ফরিদপুর-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুফতি রায়হান জামিল চরভদ্রাসন উপজেলায় মহান বিজয় দিবসে সাংবাদিকদের শ্রদ্ধা নিবেদন চরভদ্রাসন উপজেলায় মহান বিজয় দিবসে ঢিলেঢালাভাবে পতাকা উত্তোলন।

চরভদ্রাসনে  সাব-রেজিষ্ট্রার  সপ্তাহে মাত্র একদিন অফিস করে

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

 

চরভদ্রাসন ( ফরিদপুর) প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সাব-রেজিষ্ট্রার দীপা রানী নন্দী প্রায় দুই বছর ধরে সপ্তাহে মাত্র একদিন অফিসে উপস্থিত হয়ে সমস্ত দাপ্তরিক কার্যাবলী সম্পন্ন করে চলেছেন। সম্প্রতী তিনি প্রতি বৃহস্পতিবার রাজধানী ঢাকার বাসা থেকে উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয়ে হাজির হয়ে মাত্র একদিনে সারা সপ্তাহের অফিসিয়াল পেন্ডিং কাজ সম্পন্ন করে আবার ঢাকায় ফিরে থাকেন। এতে উপজেলার কৃষক শ্রমিক মজুর ও সাধারন পরিবারগুলো সপ্তাহে মাত্র একদিন জমির দলিল রেজিষ্ট্রি করতে গিয়ে অতিরিক্ত চাপে পড়ছেন। ফলে সারা সপ্তাহে জমাকৃত দলিল একদিন সম্পাদনের ভীরে সাধারনরা নির্ধারিত ফিসের অতিরিক্ত মোটা অংক ব্যায় করে করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

সোমবার এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন জানান,“ শুধু সাব-রেজিষ্ট্রার কেনো। সপ্তাহে একদিন অফিস করার বিধান কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীর নাই। কাজ থাকুক বা না থাকুন, সপ্তাহে ৫দিন রুটিনমত অফিসে উপস্থিত থাকতে হবে। তিনি আরও জানান, সাব-রেজিষ্ট্রার যাতে নিয়মিত অফিস করেন সে ব্যাপারে আমি তার সাথে আলোচনা করবো”। আর উপজেলা সাব-রেজিষ্ট্রার দীপা রানী নন্দীকে মুঠোফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন, “ আমি ডিআরও স্যারকে অবগত করে অফিসিয়াল কাজ চালাচ্ছি এবং বর্তমানে শারীরীক কারনে আমার অফিসে কম যাওয়া হয়”।

সোমবার উক্ত অফিস ঘুরে জানা যায়, দীর্ঘদিন ধরে অত্র উপজেলা সাব-রেজিষ্ট্রি কার্যালয়ে সপ্তাহে মাত্র একদিন দলিল সম্পাদনের প্রথা চালু রাখা হয়েছে। এতে জমি ক্রেতা বিক্রেতাদের বাড়ছে ভোগান্তি। সেই সাথে অনিয়ম ও দুর্নীতির কবলে পড়ে গ্রাহকরা মোট অংকের অর্থদন্ডি দিয়ে চলেছেন। এছাড়া সপ্তাহে জমাকৃত দলিলগুলো একদিনে ভীরের মধ্যে সম্পাদন করতে গিয়ে ভুল ত্রুটির শঙ্কা বাড়ছে। উপজেলা সাব-রেজিষ্ট্রি কার্যালয়ের অন্যান্য কর্মচারীর সাথে কথা বলে জানা যায়, উক্ত অফিসের সব কর্মচারীই সপ্তাহে ৫দিন অফিস করে থাকেন। শুধু সাব-রেজিষ্ট্রার ঢাকা থেকে প্রতি বৃহস্পতিবার আসেন। তাই সপ্তাহের এক দিনই দলিল সম্পাদনের কাজ সম্পন্ন করা হয়।

উক্ত সাব-রেজিষ্ট্রি অফিসের পেশকার গৌতম সাহা বলেন,“অত্র ছোট্ট উপজেলায় সপ্তাহে মাত্র ৩০ খানা দলিল সম্পাদন হয়। তাই উপজেলা সাব-রেজিষ্ট্রার সপ্তাতে মাত্র একদিন অফিস করেন। এছাড়া সাব-রেজিষ্ট্রারের জেলাতেও কাজ থাকে বলে তাকে অফিসের বাইরেও থাকতে হয়। তিনি আরও জানান, আপনারা সপ্তাহে ২০০ দলিল দেন, সাব-রেজিষ্ট্রার প্রতিদিন অফিস করবেন”।

একই দিন ভুক্তভোগী এক জমি ক্রেতা হাসেম মৃধা (৬০) জানান,“ ৫ শতাংশ জমি কিনতে গিয়ে মহুরীদের কাছে সমস্ত কাগজপত্র ও টাকা পয়সা দিয়ে সাতদিন বসে থাকতে হয়। বৃহস্পতিবার দুপুর ১২ টায় সাব-রেজিষ্ট্রার অফিসে আসবেন এবং বিকাল ৪ টার মধ্যে জমাকৃত সমস্ত দলিল সম্পাদন করবেন। তাই মহুরীরা ভীরের মধ্যে তাড়াহুরো করে দলিল লেখালিখি করেন। ফলে ভুলত্রটির শঙ্কা থাকে বেশী এবং স্যার চলে গেলে আর দলিল হবে না এই অজুহাতে আমাদের মত মূর্খদের কাছ থেকে মোটা অংশ হাতিয়ে নেওয়া হয়”।

আর উপজেলা পরিষদের পাশের এক বসতি আরেক ভুক্তভোগী শিক্ষক মনির হোসেন জানান,“ একদিনে তাড়াহুরো করে দলিল সম্পাদনের কারনে আমার প্রতিবেশী প্রতিপক্ষ মহল ২০২২ সালে একটি ভুঞা জন্ম সনদ তৈরী করে এবং ভারতের এক নাগরিককে দাতা সাজিয়ে আমার বসতভিটের জমির দলিল বানিয়েছে। ফলে উক্ত দলিল গ্রহিতার সাথে আমার এক বছর ধরে বসতভিটের জমি নিয়ে বিরোধ চলমান আছে। তিনি আরও জানান, সেই সময়ের সাব-রেজিষ্ট্রার যদি সময় নিয়ে কাগজপত্র যাচাই করতো তাহলে আজ আমি এতো বড় বিপদে পড়তাম না। সপ্তাহের একদিনে সামান্য অফিস টাইমে সাব-রেজিষ্ট্রার তাড়াহুরো করে দলিল সম্পাদন দেখিয়ে আমার সর্বনাশ করেছে বলেও তিনি হতাশা ব্যাক্ত করেন”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট